journalofjahid

আমার সবসময়েই মনে হয় এই পার্থিব জগতের বাইরে, আমার অন্য এক সত্তা আছে; যে কিনা একদম আমার অচেনা; আর ইন্টারস্টেলার ভার্সন।
তাকে আমি দেখতে চাই – আবার হয়তো চাই না।

এই শীতে খালি আমার ২ টা জিনিস বেশি টানে – একটা হইলো; আমার সেই ইন্টারস্টেলার ভার্সন আরেকটা হইলো – রবার্ট ফ্রস্টের Stopping by Woods on a Snowy Evening। আমার নিজেকে সেই সাদা ঘোড়াটা মনে হয়; যে কিছুই বুঝতেছে না কেন কেউ থামলো এই আবলুস কাঠের সামনে। আবার সে যাচ্ছেই বা কেন? কই যাচ্ছে! কোন ইন্টারস্টেলার জগতে!

শীত মানেই যেন এক ধরনের নিস্তব্ধতা। আকাশের নিচে মখমল-সাদা পৃথিবী আর তার মাঝে একাকী দাঁড়িয়ে থাকা আমি। ঠিক এমন এক শীতের সন্ধ্যায়, রবার্ট ফ্রস্টের “Stopping by Woods on a Snowy Evening” কবিতাটা যেন আমার ভেতরের আরেক সত্তাকে জাগিয়ে তোলে।

ফ্রস্টের কবিতার সেই সাদা ঘোড়ার মতো, আমিও অনেক সময় নিজেকে এক রহস্যময় ইন্টারস্টেলার জগতে দাঁড়িয়ে থাকা অনুভব করি। চারপাশ বরফে ঢাকা, কোথাও কোনো সাড়া নেই—একটা অসীম নীরবতা। মনে হয়, এই পৃথিবীর বাইরেও আমার একটা অস্তিত্ব আছে, একটা “ইন্টারস্টেলার ভার্সন,” যা কিনা আমার চেনা সত্তার একদম বিপরীত। সে কোথায়? কেমন দেখতে? কী চায়? আমি জানি না। কিন্তু কোনো এক অদৃশ্য টান আমাকে তার কাছে নিয়ে যেতে চায়।

ফ্রস্টের ঘোড়ার মতোই, আমিও বিভ্রান্ত। এই থেমে থাকা কি যথার্থ? নাকি আমাকে চলতেই হবে? আমার সেই ইন্টারস্টেলার সত্তা কি কোনো বরফের জঙ্গলের মতোই গভীর, অন্ধকার, কিন্তু শান্তিপূর্ণ?

কবিতার ইন্টারপ্রিটেশন ও আমার সংযোগ

ফ্রস্ট লিখেছিলেন:

“The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.”

আমার কাছে এই কবিতার অর্থ শুধু একটি থেমে থাকার মুহূর্ত নয়। এটি একধরনের নিজেকে প্রশ্ন করার সময়। আমি কেন থামলাম? কী খুঁজছি? এবং সবচেয়ে বড় প্রশ্ন—আমার গন্তব্য কোথায়?

আমার ইন্টারস্টেলার ভাবনা আমাকে বারবার এই বরফে ঢাকা বনের মাঝে নিয়ে যায়। হয়তো এটি শুধু শীতের আবহের সাথে মনের কোনো অদ্ভুত খেলা। অথবা এটি সত্যিই এক অন্য জগতের ইঙ্গিত, যেখানে আমার সত্তার অন্য রূপ অপেক্ষা করছে।

শীত, কবিতা, আর ভাবনা

শীতকাল আমাদের ভাবুক করে তোলে। চারপাশের শান্ত প্রকৃতি যেন সময়কে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। রবার্ট ফ্রস্টের কবিতা আমাকে প্রতিবার সেই ইন্টারস্টেলার আমি’র সামনে দাঁড় করায়। সেই আমি, যে আমার চেনা পরিচিতি থেকে ভিন্ন। সে কী আমাকে ডাকছে কোনো নতুন পথে? নাকি সে শুধুই এক কল্পনার সত্তা?

এই বরফ ঢাকা বনের মতোই আমার মনের ইন্টারস্টেলার ভাবনা অদ্ভুত, রহস্যময়। তবে যেখানেই যাই না কেন, হয়তো এই পথে আমাকে চলতেই হবে। কারণ, কবির ভাষায়, “And miles to go before I sleep.

By Journal Of Jahid

Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *