প্রেম হলো প্যাসিভ মার্কেটিং; মানুষের ঠিক যে পণ্যটি চাই সে’টি আপনার কাছেই কাছে, গুণগত মানসম্পন্ন পণ্যটিই আছে; এবং পরিমাণে খুবই কম আছে- এটি মানুষকে জানতে ও বুঝতে দেয়া পর্যন্ত। তেল নুন সাবানের মতন একটিভ মার্কেটিং করে করে টেলিভিশনে, খবরের কাগজে, মুঠোফোনে, বিলবোর্ডে সব জায়গায় গিয়ে গিয়ে – নিন না দিদি, আমার সাবান’টা নিন না, একটু গায়ে মাখুন না! এ’রম করলে হবে না।

ফুটনোট:

সারাদিন চাকরি করতে হয় মার্কেটিং-এ; আবার কবিতাও পায়, প্রেমও পায়! তাই এই আধাপ্রেম, আধাসাহিত্য, আর আধামার্কেটিং! আচ্ছা মার্কেটিং এর ভালো বাংলা প্রতিশব্দ কী? বাজারজাতকরণ বাদে …

By Journal Of Jahid

Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *