মুঝ্ সে প্যাহেলি সি মোহাব্বাত x A night full of talking | Faiz x Rumi – বাংলা আলোচনা


হ্যালো, সবাইকে স্বাগতম জার্নাল অফ জাহিদ ব্লগে। আজকে এই ভিডিও পোষ্টে আমরা আলোচনা করব, আলোচনা বললে ভুল হবে, মোটামুটি আমার নিজের একান্ত কিছু কথা ও ভাবনা শেয়ার করবো খুব জনপ্রিয় উর্দু কবি Faiz Ahmad Faiz এর লেখা Mujh Se Pehli Si Muhabbat কবিতাটি নিয়ে। এবং সর্বশেষে আমরা আরও দেখব যে, এই কবিতাটির সাথে Jalāl al-Dīn Muḥammad Rūmī-এর লেখা আরেকটি চমৎকার কবিতা A night full of talking এর সদৃশতা ঠিক কেমন ও কতখানি। অথবা আদৌ আসলে কোনো মিল আছে কিনা।

Mujh Se Pehli Si Muhabbat | Faiz Ahmad Faiz


Mujh Se Pehli Si Muhabbat – মুঝ সে পেহলি সি মোহব্বত মেরে মেহবুব না মাঙ্গ- ফয়েজ আহমেদ ফয়েজ
এই লেখায় ফয়েজ আহমেদ ফয়েজ বলতে চেয়েছেন যে- কেউ যেন তার ভালোবাসার মানুষের কাছে একদম শুরুর দিকের যে গাড় প্রেম, একদম প্রথম দিকের যে হানিমুন ফেইজের যে প্রেমটা সেটা যেন কেউ কোনো সম্পর্ক থেকে সারাজীবন আশা না করে। কেননা, মানুষের জীবনে অনেক দায়িত্ব, কর্তব্য, ও বাস্তবতা মানুষের অবস্থা’কে সাময়িকভাবে বদলে দেয়। তো, এই যে ভালোবাসার বিভিন্ন ফেইজ বা দশা- এটাকে জাস্টিফাই করা তো নয়, এটার একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন Faiz Ahmad Faiz এই কাব্যে, অর্থাৎ Mujh Se Pehli Si Muhabbat-এ।

এর সাথে একদম শেষে- একদম আমার নিজের মত করে পাওয়া, Jalāl al-Dīn Muḥammad Rūmī এর একটা কাব্য, A night full of talking এইটার সাথেও মনে হয়েছে Faiz Ahmad Faiz এই কাব্য, অর্থাৎ Mujh Se Pehli Si Muhabbat-এর কিছুটা যেন সদৃশতা রয়েছে। সেটা নিয়েও অল্পকিছু সময় আলোকপাত করা হয়েছে।

সেসব নিয়ে এই ভিডিও আলোচনা। সবাইকে শুনে দেখবার অথবা দেখে শুনবার আমন্ত্রণ রইলো।

Mujh se pehli si muhabbat mere mehboob na maang
Maine samjhaa tha ke tu hai to darakhshaan hai hayaat
Tera gham hai to gham-e-dehar ka jhagdaa kyaa hai

Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa
Mujh se pehli si muhabbat mere mehboob na maang
——
Faiz Ahmad Faiz

“A night full of talking that hurts,
my worst held-back secrets. Everything
has to do with loving and not loving.
This night will pass.
Then we have work to do.”

——–
Rumi


मुझ से पहली सी मोहब्बत मिरी महबूब न माँग – फ़ैज़ अहमद
মুজ সে পেহলি সি মহব্বত মেরে মেহবুব না মাং – বাংলা আলোচনা

By Journal Of Jahid

Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *