ডিয়ার সান্তা,
যদি আজ এসে বলো যে আমি যা যা চাই, সুখ, টাকা পয়সা, সমৃদ্ধি, যশ খ্যাতি, এবং প্রিয়তমার অখণ্ড ভালোবাসা; সব কিছু দেবে আমায়; বিনিময়ে শুধু আমি যেন আমার বুদ্ধিবৃত্তি আর চিন্তার ক্ষমতাটা বিসর্জন দিয়ে দেই। সে হয়ত আমি দেবো না।
আমি জানি- আমার মাথা, মস্তিষ্ক আমার হাজারটা সমস্যা ও যন্ত্রণার কারন। তবুও, এই মানব জন্মে- নিজের এই ভাবনাচিন্তার জন্য কিছুটা হলেও প্রাইড নেই। কিছু না থাক, ঐ একটা কিছু তো আছে।
সবাইকে খ্রিসমাসের শুভেচ্ছা। নিজের সান্তা নিজেকেই করে নিতে পারলে অপূর্ণতা মনে হয় না।