আরাধ্য | বাংলা কবিতা – জাহিদ অনিক
কবিতা, পাঠ, ও সম্পাদনাঃ জাহিদ অনিক
———————————————————

 

উড়াতে উড়াতে অবেলার ফানুস-
বেখেয়ালে ছেড়েছে হাত, পাড়া বেড়ানো মেঘ;
বোঝে না কথা, শোনে না বারণ-
দেখে না চোখের তারা-
মুখ বুজে বোবা মেঘ অকারণে দেয় পাড়ি
কালো মেঘের সাথে আমার আধ জনমের আড়ি;
গুড় গুড় ডাকে কেবল বুকে জমায় বাষ্প-কণা
থর থর কাঁপে শুধু নিথর ওষ্ঠ-জোড়া।

নৈসর্গিক দোলাচলে বয়ে যায় বেলা
উড়ে যায় পঞ্চবর্নী মেঘ; দারুণ অবহেলা।

By Journal Of Jahid

Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *