আরাধ্য | বাংলা কবিতা – জাহিদ অনিক
উড়াতে উড়াতে অবেলার ফানুস-
বেখেয়ালে ছেড়েছে হাত, পাড়া বেড়ানো মেঘ;
বোঝে না কথা, শোনে না বারণ-
দেখে না চোখের তারা-
মুখ বুজে বোবা মেঘ অকারণে দেয় পাড়ি
কালো মেঘের সাথে আমার আধ জনমের আড়ি;
গুড় গুড় ডাকে কেবল বুকে জমায় বাষ্প-কণা
থর থর কাঁপে শুধু নিথর ওষ্ঠ-জোড়া।
নৈসর্গিক দোলাচলে বয়ে যায় বেলা
উড়ে যায় পঞ্চবর্নী মেঘ; দারুণ অবহেলা।