এবাউট মি- জাহিদ অনিক
এবাউট মি- জাহিদ অনিক
হাই গুড পিপল!
আমি জাহিদ অনিক,
মূলত লেখালেখির একটা ঝোঁক থেকেই এই ওয়েবসাইটের সূচনা। কবিতা, কবিতার মতন কিছু আবার কাব্যভাবে ব্যথাদের ছড়িয়ে দেয়া আমার মূল প্রতিপাদ্য বিষয়। আমার বদ্ধমূল ধারণা হলো এই যে-
যে লেখায় দুঃখ নেই, দুঃখবোধ নেই- সে লেখা আসলে লেখা না। সুখ থেকে যে লেখা আসে- সে কাব্যের আবেদন বেশিদিন থাকবে না। এখন প্রশ্ন আসতেই পারে যে- বেশিদিন আবেদন রাখারই বা কি আছে! একটা কবিতার আয়ু কেন আজীবন হতে হবে। আচ্ছা, সে কথার পরে আর কিছুই থাকে না।
আমার ইদানীংকালের মানে ২০২৩ এর শেষ দিকের থেকে এখন পর্যন্ত কবিতা বা কাব্যগুলো মূলত, নিজের সাথে নিজের কথোপকথন এর নির্যাস, অথবা যুক্তিতর্কে নিজের সাথে নিজে হেরে যাওয়ার পর যেসব কথা নিজেকে নিজে বলা যায় সেসব কথার কাব্যিক ভাব। ইদানীং পেয়ে বসেছে মিথ অফ সিসিফাস। পেয়ে বসেছে আলবেয়ার কামুস, পেয়ে বসেছে আবসার্ডিজম।
জীবন পেয়ে বসেছে আমাকে, তাই হয়ত আমার মাথার উপরে বসে আমায় শোনায় বারো ভূতের গল্প। আর আমি সেসব দিয়েই ঐ যা হয়- তাই করে খাই আর তাই করে লিখি –
About Me! Why This Journal Blog, Journal Of Jahid?
Hi Good People, This is me, Jahid, and I’m 30 years old! I’m a person, like you! A total human being, while I’m writing this page its almost midnight here in Dhaka, 2024, Month of June. I returned home from the office 1 hour ago I guess! I’m super tired, but I love to write this page for the whole universe I guess! Ha ha! I know nobody will read this page, not even me! Anyway, the reason why I’m constructing this website, Journal Of Jahid; is pretty much self-explanatory! Isn’t it? It’s my journal! I will enlist all my wandering thoughts, poems, short stories, and all my quotes; that I can possibly think of through my life! Now the question is why! well, I don’t know! I really don’t know! Who knows the purpose of his life? Nobody knows! We just have a belief! Anyway, I’m sure, there are power to somebody who can break all your beliefs! However, I’m writing a Journal blog, because, I’m writing!
I’ve some other sites too, where I write — please check those sites here: