এই যে বাতাস, বইছে আমার উল্টো দিকে-
এ’বাতাস জানে-
এখন আমার দরকার বিপরীত হাওয়া।

যেদিন জানব আমিও,
কবে এ’ বাতাস দেবে পাড়ি শাড়ির আঁচল –
এ’ বাতাস এসেছে উড়ে কোন্ খোঁপা খোলা চুলের ডগা থেকে;
সেদিন আমার প্রশ্বাসেও ঘটবে বীজের অঙ্কুরোদগম।

 

১১ ই জুন, ২০২২

 

By Journal Of Jahid

Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *