journalofjahid শাব্দিক স্মৃতি- Memory Of Words

প্রত্যেকটা শব্দের মানুষভেদে একটা করে আলাদাভাবে স্মৃতি থাকে। যেমন, সন্ধ্যা বলতে আমার মস্তিষ্ক যা ভাবে, তোমার মস্তিষ্ক অবশ্যই তার থেকে একটু আলাদা দৃশ্যপট আঁকে।

ঈশ্বর বলতে, প্রেম বলতে তুমি যা ভাবো, তা একান্তই তোমার। আবার, তুমি বলতেও আমি যা ভাবি, যেভাবে ভাবি- যে রকম কামিজ ভাবি; সেও একান্ত আমার। হয়ত সে জামা তোমার নেই’ই! হয়ত সে স্যান্ডেল যা আমি তুমি বলতে কল্পনা করি তোমার পায়ে- সে জুতোও হয়ত আর নেই’ই তোমার।

হয়ত- তুমি বলতে, আমি বলতে- আমরা যা যা, অথবা যে যাকে ভাবি- সে আর নেই’ই সেরকম! কিন্তু শাব্দিক স্মৃতি থাকে!

Words have their own memory, I don’t know why the word bear reminds me of you…

You will find some strange and bizarre word that will remind you of someone else, who has no connection with that specific word. That is why I love words the most…

By Journal Of Jahid

Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *