মাঝেমধ্যে আমি পৃথিবীর কাছে কিছুই চাই না, কেননা আমি জানি আমি যা চাই সেসব আমায় দেয়ার মত ক্ষমতা পৃথিবীর নেই। অতটা বিশাল পৃথিবী কখনো হতেই পারবে না। আবার কখনো কখনো এও ভাবি যে, হয়ত পৃথিবী দিতে চাইছে কিন্তু আমার ক্ষুদ্রতা এত বিশাল যে আমার মধ্যে চাইবার আকাঙ্খা থাকলেও ধারণ করবার ক্ষমতা হয়ত নেই। তাই দোষ পৃথিবীর নয়, বরং আমারই। তখন মনে মনে এই আওড়াই যে, “তেঁই ক্ষুদ্র-কায়া করি সৃজিলা মোরে!”
১৩ই জুন, ২০২৪