মূলত আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমার শহরে নিতান্তই আমি মুসাফির।
তাই একবার এদিক যাই, একবার সেদিক যাই!
একবার দোকানের এপাশ ঘুরে আবার ওপাশে যাই।
আমাকে খদ্দের ভেবে দোকানীরা কেউ কেউ জিজ্ঞেস করে:
– কিছু কি লাগবে আপনার?
লাগবে, লাগবে তো নিশ্চয়ই, কেমন করে বলি: আমার ‘তোমাকে’ লাগবে!