হরহামেশা তোমার মনে আমার কেমন ছবি আঁকছ বলো?
তুমি কি ঠিক সত্যিই আমার পিকাসো?
পেন্সিল কেটে বারে বারে শুধু লাইন’ই টানছ?
ভার্টিক্যাল – হরিজন্টাল!
নাকি আঁকাবাঁকা দাগও আছে দু’চারখানা?
তোমার কল্পরাজ্যে দেখতে আমি কেমন?
হাসিখুশি নাকি গোমড়ামুখো?
গোলগাল, নাকি চ্যাপ্টা-চতুর্ভুজ?
আমার শরীরে তুলির স্পর্শ করতে ভালো লাগে তোমার?
নিজের আঙ্গুলে আমাকে আঁকছ, নিশ্চয়ই প্রভুত্বের দাবী চাইবে, না?
শোনো, আমার খুব কাছে এসে এঁকো না আমায়;
দূরত্বে রেখো- জলরঙে এঁকো!
আমার ত্রিভুজ চোখ, আঁকতে পেরেছ?
যেদিন আমার চোখ আঁকবে, মোটা দাগে কাজল দিও।
যেদিন আমার গাল আঁকবে, দুই আঙ্গুলে একটু ধ’রে আদর দিও!
আমার নাক কি পেরেছ আঁকতে? পারনি তো!
জানো, খুব দমবন্ধ লাগে, নিঃশ্বাস নিতে পারি না।
আমাকে আঁকতে আঁকতে –
তোমার হাতের কব্জি নিথর হয়ে আসবে
দিন যাবে- রাতে আসবে; বাইরের আলো দেখতে পাবে না;
আমাকে তুমি আঁকতে পারবে না,
রয়ে যাব আমি, তোমার অসমাপ্ত ক্যানভাসে।