আজ কতদিন পরে এলে তুমি,
মনে আছে সেই যে এলে-
তখন অক্টোবর, শীত।
আমার;
এই বিশালতা
এই ক্ষুদ্রতা
কিচ্ছুটি ধারণ করবার শক্তি নেই কারও –
তবুও
আমার সমস্ত সত্তা দিয়ে তোমাকে চাইছি;
সমস্ত সত্তা আসলে কি জানি না
সকল
ইন্দ্রিয়
শক্তি
দিয়ে তোমাকে চাইলে;
অন্ধকার হয়ে আসে পুরো পৃথিবী আমার।।