কবিতার কথা – Kobitar Kotha | Journal Of Jahid
কবিতা আসলে জিনিসটা কী, এর দরকারটাই বা কী, ইত্যাদি অনেক কিছুই নিয়ে এই ভিডিয়োতে মূলত আলোচনা। এই ভিডিওয়ো তে আসলে জীবনানন্দের বিখ্যাত বই ‘কবিতার কথা’ প্রবন্ধের কোনও রেশ নেই। সেটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস ছিল। আর এটা মানে এই ভিডিও টা একান্ত আমার নিজের চিন্তাভাবনা যে আসলেই কবিতা কোনো কাজের কিছু কিনা। কিংবা যারা আমরা কবিতা লিখতে চাই বা অনেকদিন ধরে চর্চা করছি মানসিকভাবে আমরা কতটা কীভাবে আছি, বা কবিতার শেষটা কীভাবে হয়। এসব নিয়ে আলোচনা এই পোষ্টে।