পৃথিবীর বড় পাহাড়ের বুকে শুয়ে
সমুদ্রের তীরে; গভীর নিশীথ অরণ্যে –
আমার কেবলই শীত আসে।
যেন –
আসমান জঙ্গল জল অরণ্য
দাবানল;
সবকিছু আমার বুকের মধ্য থেকে সরে সরে যায়।
প্রকাণ্ড চাঁদের আলোয়;
হৃদপিণ্ডটা বরফের মত জমে আসে।
পৃথিবীর বড় পাহাড়ের বুকে শুয়ে
সমুদ্রের তীরে; গভীর নিশীথ অরণ্যে –
আমার কেবলই শীত আসে।
যেন –
আসমান জঙ্গল জল অরণ্য
দাবানল;
সবকিছু আমার বুকের মধ্য থেকে সরে সরে যায়।
প্রকাণ্ড চাঁদের আলোয়;
হৃদপিণ্ডটা বরফের মত জমে আসে।
Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com