এটা কি কখনো মনে হয় যে……… আমরা যেন কিছু একটার জন্য অপেক্ষা করছি?
নিজের জীবন শুরু করার জন্য অপেক্ষা করছি। কখনো ভাবি- আচ্ছা এইটা করে নেই, ওইটা শেষ করে নেই, ওটা হয়ে যাক — তারপরই আমার জীবন শুরু হবে…. তারপরেই আমি নিজের জীবন উপভোগ করবো…
কিন্তু, যে জীবন আমরা শুরু হবার অপেক্ষা করছি, সে জীবন ইতোমধ্যে শুরু হয়ে গেছে, এখানে- এই পৃথিবীতে। আমরা তা এখনো দেখিনি।
আমরা এটা এখনো মেনে নিতে পারিনি যে, আমাদের জীবন শুরু হয়ে গেছে। আমরা মনে মনে তীব্র অস্বীকার করে যাচ্ছি যে আমাদের জীবন শুরু গিয়েছে ইতোমধ্যে।
আমরা আমাদের নিজেদের জীবন’কে অস্বীকার করি, কারণ আমাদের এই জীবন আমাদের ঠিক অতটা পছন্দের না। তাই আমরা অস্বীকার করি আমাদের নিজ নিজ অস্তিত্ব।
আমরা অস্বীকার করি কারণ, ডিনায়েল ইজ দ্যা আলটিমেট কমফোর্ট জোন।
কোনোকিছু অস্বীকার করলে, তার জন্য দায়িত্ব নিতে হয় না। তাই, আমরা নিজেদের জীবনের দাবীকে অস্বীকার করি- যেন তার দায়িত্ব নিতে না হয়।
জীবন শুরু হয়েছে, সেটা অস্বীকার করছি।
আমরা মেনে নিতে পারছি না যে, আমাদের জীবন শুরু হয়ে গেছে, তাই জীবন যাপন করার পরিবর্তে, আমরা জীবনে দুঃখ পেয়ে চলেছি।