নতুন এক প্রকার কফি বানাতে শুরু করা শিখেছি। শুধু ব্ল্যাক কফি দিয়েই এইসব ফেনা তৈরি করা যায়। কোনও এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট এর দরকার হয় না।
সমস্যা হলও ফেনা বানাতে বানাতে, ছবি তুলতে তুলতে আর এই ক্যাপশন লিখতে লিখতে কফি ঠাণ্ডা হয়ে গেছে !