জাহিদ অনিক এর কবিতা
জাহিদ অনিক এর কবিতা
হ্যালো ! এই পাতায় আমার অর্থাৎ জাহিদ অনিকের কবিতাগুলো লিপিবদ্ধ কথা থাকবে যেগুলো ইউটিউবে আপলোড করা থাকবে। কবিতা পড়ার সাথে সাথে শুনতে চাইলে এই পাতাটা নিয়মিত রিফ্রেশ করতে পারেন। যাস্ট কিডিং এই পাতাটা তৈরি করে আমি নিজেই বেশ বিব্রতবোধ করছি। কারণ, কবিতা যেন তেনো লিখি বটে- কিন্তু কবিতা পাঠ করে সেটা আবার ইউটিউবে আপলোড দেয়া- তারপর আবার এই সাইটে লিপিবদ্ধ করা- এ যেন মস্তিষ্কে নেশা ঢুকিয়ে দিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কোনও কাজ করার মতন।
এনিয়ে কবিতা তো কবিতাই – সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো। – জাহিদ অনিক এর কবিতা