ফিকশন নাকি নন-ফিকশন বই? কতগুলো বই পড়া উচিত? বই কি পড়তেই হবে? না পড়লে কি?
ইদানীং দেখা যাচ্ছে যে বই পড়া নিয়ে অনেকটা আগ্রহ সবার মধ্যে। এটা ভালো দিক। কিন্তু কেউ কেউ আবার এক কাঠি এগিয়ে গিয়ে কার কী বই পড়া উচিত সেটাও বাতলে দিচ্ছে। এখন কথা হলো? কী কী বই পড়বেন? ফিকশন নাকি নন-ফিকশন? এবার আপনি ঠিক করে ফেললেন যে হ্যাঁ আমি এই এই ধাঁচের বই পড়বো, এরপরে আসে কতগুলো বই পড়বো? এটাও একটা টপিক! আসুন দেখে নেই কী কী বই পড়ব? কেন? পড়বো? আসলেই আমাদের লাইফে বই পড়া আদৌ দরকার কিনা! না পড়লে কি হবে? জীবন কি আমাকে শেখাবেই না? যা যা আমার শেখা উচিত! জীবনের স্কুলে আমরা তো শিখবোই।
এনিওয়ে, বই নিয়ে প্যাঁচাল- ভালো লাগলে শুকরিয়া। আমাকে লিখতে চাইলে- jahid@journalofjahid.com এখানে মেইল করতে পারেন।
#বই_বাজার #books #booktube #বাংলাকবিতা #fiction #nonfiction #fictionbook #bookstagram #classicliterature #fictionvsnonfictionbook #lifeofBooks #booklover #booklife #journalofjahid #bookreview