কোনও উপযুক্ত শব্দ, ভাষা অথবা চিহ্ন, বর্ণ এখনো তৈরী হয়নি যা তোমার মনের অবস্থা পরিপূর্ণ প্রকাশ করতে পারে।
তেমনি, এমন কোনও মানুষও নেই পৃথিবীতে, যে তোমাকে, তোমার অবস্থা পূর্ণভাবে বুঝতে পারে। দেখবে হয়ত কেউ কেউ কাছাকাছি এসে স্পর্শ করে যাবে তোমার চিন্তা, চেতনা, মস্তিস্ক, আর ক্ষনিক ভাবনা। তাতেই তোমার মনে হবে, সে তোমাকে বুঝেছে।