একেকটা সার্থক প্রেম; স্নায়ুযুদ্ধ আর সামরিক যুদ্ধের চেয়ে কম কিছু না
আমায় তুমি কেবল কবি ভেবেছ, মেনেছো; – যোদ্ধা ভাবো নি।
কবি বটে আমি; পৃথিবীর সমস্ত দুঃখ আমারই প্রাপ্য –
তোমাদের মৌনতা বেড়ে গেলে আমায় ভালোবাসো, প্রেম দিও, আমায় দিও সেসব সুমহান যন্ত্রণা।
কবিত্বে আমার চাই – দরকার আরও আরও যাতনা ও মৌন বেদনা।
যে কবি তুষ্ট তৃপ্ত নির্ভেজাল ও নির্ঝঞ্ঝাট; তার কবিতা পড়ো না।
নিজের মুখের দিকে নিজে তাকিয়ে থাকি ফ্যালফ্যাল করে
নিজেকে নিজে কি বলবো, তাও জানি না।
সবসময় না, মাঝেমধ্যে নিজের নিষ্পাপ চেহারা দেখে হয়ত ভুলেই যাই,
আমি ভেতরে-রটা আরও বেশি নিষ্পাপ…
ঈশ্বর আর প্রেম; ভালোবাসা আর জীবন; স্বচ্ছ, অনাবিল জলোচ্ছ্বাস!
প্রার্থনা আর প্রেমে- চুমু আর সেজদাহ্-তে; এই দুই’এ কেন বন্ধ হয়ে আসে চোখ?
আবার উঠে ঘুরে দাঁড়িয়েছি – আবার শোক জমেছে পাথরে পাথরে
এই যে জীবন; মিথ অফ সিসিফাস!
ভালোবাসা সে কত বড় অপরাধ? সে কি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবার মতন গুরুতর?