এই যে কবিত্ব কিছু একটা নিয়া গ্যালো, কিছুটা নিজিস্ব স্টাইলে নিঃস্ব করে দিয়া গ্যালো, এরপর তো আর ভাবতেও পারলাম না যে –
যা পাইলাম এইটা পূর্ণতা নাকি রিক্ততা৷
আবার এইটাই পরমশূন্য কিনা।
ধ্যাত্য! আমি কেন কিছুই জানলাম না আমার জীবনের কথা!
ক্যান জীবন এমন হইলো যে, অনেক কিছুই হইলো,
খালি জীবন তুমি আমার হইলা না৷ অথবা আমিই ক্যান খালি জীবনের হইলাম না।
নিজের মুখের দিকে নিজে তাকায়া থাকি ফ্যালফ্যাল কইরা। নিজেরে নিজে কি কমু, তাও জানি না। সবসময় না, মাঝেমধ্যে নিজের নিষ্পাপ চেহারা দেইখা ভুইলাই যাই, আমি ভেতরেরটা আরও বেশি নিষ্পাপ…
ডিসেম্বর, ২০২৩