কীসব যেন নেই, আবার যেন কী কী দেখেছি-
পেয়েছি, হয়ত পেতে চলছি!
কিংবা হারিয়েছি সে ঘোর কাটেনি।

পৃথিবীর মধ্যে এসে আমি পৃথিবী খুঁজে বেড়াচ্ছি,
এই জনপদে!
নিজেকে জানি –
এসব ভাব, অভাব: সব থেকে যাবে
থাকবে যোগাযোগ।
গাঙের জোয়ারের মতন উঠবে অভিযোগ;
কথা ভেসে যাবে মেঘ বিদ্যুতে।

চোখ লেগে লেগে আসে-
আঙ্গুল রেখেছি ক’রে ভাঁজ: উল্টো পৃষ্ঠা,

এই ফুঁ দিলাম, জোরে – আরো জোরে
এ’তে – পৃথিবী ঘোরে?
যাহ!
নিভে যাচ্ছি মোমবাতির মতন!

By Journal Of Jahid

Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *