মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায়
কারণ
সমুদ্র আর পাহাড় মানুষের মত নির্জীব নয়।
সামুদ্রিক জলের উচ্ছ্বাস পায়ে এসে লাগলে,
আমাদের মনেও প্রাণোচ্ছল ভাব জেগে ওঠে।
সামুদ্রিক জলের উচ্ছ্বাস পায়ে এসে লাগলে,
আমাদের মনেও প্রাণোচ্ছল ভাব জেগে ওঠে।
পাহাড় চূড়ার বিশালতা আমাদের মুগ্ধ করে,
পাহাড়ি বাতাস আমাদের কানে এসে লাগলে ভালো লাগে,
ইচ্ছে করে সে’ বাতাসকে জড়িয়ে ধরে গাছের মত শিকড় গজাই।
যদি কিছু মানুষ থাকে মানুষের পাশে
যারা সমুদ্র জলের মত উচ্ছ্বাসিত;
যদি এমন কিছু মানুষের সান্নিধ্যে যাওয়া যায়-
যাদের বুক পাহাড়ের মতন;
তবে আমাদের আর পাহাড় কিংবা সমুদ্রে না গিয়ে,
সেসব মানুষের সাথে দু’দিন কাটিয়ে দিলেই
মন তৃপ্ত করে বাড়ি ফেরা যেত।
এমন মানুষ যদি থাকে আশেপাশে
যারা
নিজেরাই একেকটা পাহাড় কিংবা সমুদ্রের থেকে কম কিছু নয়-
তবে তাদের বুকে তৈরি হত টুরিস্ট স্পট আর রাতের ক্যাম্পিং।
১৫’ই এপ্রিল/২২