ব্যস্ততা তুমি ফিরে যাও তাসমানিয়া, এখন সময় প্রবল প্রেমের
আজকের আবহাওয়ার খবর বলছে দিনটি থাকবে বেশ গরম আর উষ্ণ। সূর্য প্রায় অর্ধেকটা পথ ঘুরে ফেলেছে তাঁর নিজ অক্ষরেখায়। দিনের শুরুতে তাই তাপমাত্রা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে উত্তাপ।
তাই আজ যারা বাইরে আছো, অফিস কিংবা ইউনিভার্সিটি, সাথে রেখো ছাতা আর জলের বোতল। সন্ধ্যায় বড্ড বেশি অন্ধকার আর কালো মেঘ ভর করতে পারে মন ও আকাশের ঈশান কোণে।
হঠাত কড়া রোদ আর কড়া কফি, দুটোই যদি একটু ব্যালেন্স করে চলতে পারো, তবে দিনটি আজ তোমার মারাত্মক রোদ ঝলমলে।
আজ যাদের ছুটির দিন, তারা বেশ বেলা করে গড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে মানতে হবে না কোনও আহ্নিক কিংবা বার্ষিক গতি।
এই মুহূর্তে ঢাকায় তাপমাত্রা ৩৩ ডিগ্রী, সূর্য একদম মাথার উপর, কারও কারও আজ তীব্র মন খারাপ আর সময়ের টানাপোড়ন।
তাই মন বলছে, ব্যস্ততা তুমি ফিরে যাও তাসমানিয়া, এখন সময় প্রবল প্রেমের।