আমার এ সন্ধ্যা আরতি-
ফুলের ভাষা মানুষের মুখে; কেবলই মর্মবেদনা।
প্রার্থনারা শেষ হলে – জন্ম নেয় প্রেম;
সালাম ফিরিয়ে তাই – ফুঁ দেই তোমার দুই চোখে।।

ফুলের গর্ভাশয়ে এসে – দিশেহারা মন
ফুল তার প্রবেশাধিকার বুঝে উঠতে পারেনি;
নরম বুকে যেখানে আসে বৃষ্টি;
জানবে সেখানে – বীজের অঙ্কুরোদগম।

যখন শুনবে মাতৃপক্ষ মহালয়ার আবহ সঙ্গীত
দেখবে তোমার নাভিপদ্মে ফুলের সুগন্ধ;
তখন পবিত্র সন্ধ্যা আহবানে
আমার মুখে দিও চন্দনের আগুন

By Journal Of Jahid

Hello Good People, Welcome to the Journal Of Jahid. Here, I will keep uploading here my wandering thoughts. Thanks for being here. You can directly mail me at jahid@journalofjahid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *