প্রকৃতিস্থ প্রকৃতির মতো শব্দে | Fusion With জীবনানন্দ দাশ | Journal Of Jahid
মূল লেখা ও পাঠঃ জাহিদ অনিক
আমার এমন কাছে— আশ্বিনের এত বড়ো অকূল আকাশে
আর কাকে পাবো এই সহজ গভীর অনায়াসে—’
বলতেই নিখিলের অন্ধকার দরকারে পাখি গেল উড়ে
প্রকৃতিস্থ প্রকৃতির মতো শব্দে— প্রেম অপ্রেম থেকে দূরে
কবিতাঃ তুমি । জীবনানন্দ দাশ