মানুষ জীবনের নাটকে চরিত্র রূপায়ণ করতে গিয়ে ভুলে যায় যে,সে যে নাটকের বা অঙ্কের দৃশ্য রূপায়ণ করছে- সে নিজে না থাকলে সেই গোটা নাটকটি শুরুই হতো না।
আমরা কেবল ভাবি যে, ঠিক আছে জীবনের নাটকের কেবল আমার অংশটুকু আমি ভালো করে রূপায়ণ করে গেলেই হলো। অথচ, একজন অভিনেতার পাশাপাশি- আপনার নাটকের আর্ট ডিরেকশন, ফ্রেমিং, সংলাপ, কোথায় কতটুকু আলো দরকার, কোথায় শব্দ কম বা বেশি হবে– এসবকিছুই আপনার নিজেকেই নির্ধারণ করতে হবে। শুধু ভালো অভিনয় করে গেলেই লাইফ ড্রামা ভালো হয় না, সেটাকে ভালো করে ডিরেকশন করতেও পারতে হবে।