গভীর নিশীথ অরণ্যে – আমার কেবলই শীত আসে
পৃথিবীর বড় পাহাড়ের বুকে শুয়ে
সমুদ্রের তীরে; গভীর নিশীথ অরণ্যে –
আমার কেবলই শীত আসে।
যেন –
আসমান জঙ্গল জল অরণ্য
দাবানল;
সবকিছু আমার বুকের মধ্য থেকে সরে সরে যায়।
প্রকাণ্ড চাঁদের আলোয়;
হৃদপিণ্ডটা বরফের মত জমে আসে।